শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
জন কিরবি

যুক্তরাষ্ট্রের ইচ্ছার পরিবর্তন হয়নি

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ইচ্ছার পরিবর্তন হয়নি

বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জন কিরবিকে উদ্দেশ করে বলেন, দ্য গার্ডিয়ান বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বিরোধীদের ওপর নির্মম দমনপীড়নে আচ্ছন্ন’ বলে চিহ্নিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ‘বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ।’ অথচ বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা আপনি বলেছিলেন। নির্বাচনের আগে আপনারা ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করেছিলেন। গণতন্ত্র প্রচারে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? উত্তরে জন কিরবি বলেন, আমরা অবশ্যই এখনো বিশ্বজুড়ে কার্যকর ও প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং বাংলাদেশি জনগণের আশা-আকাক্সক্ষা পূরণের জন্য আমাদের ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি। আমাদের এ প্রত্যাশার মধ্যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ খবর