শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চার মার্কিন সিনেটর

ভয়ভীতি সহিংসতায় নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ন

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাখো মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা ও বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন নির্বাচন এবং নির্বাচন-পূর্ব প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে বলে অভিমত চার মার্কিন সিনেটরের। তারা হলেন- মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, সিনেটর জেফ মার্কলি, টিম কেইন ও পিটার ওয়েলচ। বুধবার ডিক ডারবিনের এক্স হ্যান্ডেলে বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এ নির্বাচনে প্রধান বিরোধী দলের অংশ না নেওয়া ছিল দুঃখজনক। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের সদস্য, সুশীল সমাজের কর্মীরা হয়রানি এবং নির্বিচার গণগ্রেফতারের সম্মুখীন হন। এতে নির্বাচন-পূর্ব প্রক্রিয়া ক্ষুণ্ন হয়েছে। নির্বাচনের পর মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে সিনেটররা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অপব্যবহার বন্ধ করে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার পূরণে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাই। আমরা সব পক্ষকে অর্থপূর্ণ সংলাপে বসার জন্যও উৎসাহিত করি, যাতে তারা সহিংসতা পরিহারের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনে।

সর্বশেষ খবর