শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ নিয়ে তিন ঝুঁকি দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনীতিতে তিনটি ঝুঁকি দেখছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। সেগুলো হলো- উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক সংকট ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা। সংস্থাটির এক জরিপে বলা হয়েছে, এসব ঝুঁকির ফলে আগামী দুই বছরে জ্বালানি ঘাটতি, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, বৈষম্য, সরকারি ঋণ ও বেকারত্ব- এই ছয়টি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি। ১০ জানুয়ারি প্রকাশিত ‘গ্লোবাল রিস্কস রিপোর্ট ২০২৪’-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এ তথ্য জানিয়েছে। দেশের ৭১টি ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের নিয়ে করা জরিপের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০২৩ সালে এ মতামত জরিপ পরিচালনা করে বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ২০২৩ সালের প্রতিবেদনে উল্লিখিত চ্যালেঞ্জগুলো ছিল- উচ্চ মূল্যস্ফীতি, ঋণ সংকট, উচ্চ পণ্য মূল্যের ধাক্কা, মানবসৃষ্ট পরিবেশগত ক্ষতি ও সম্পদের জন্য ভূরাজনৈতিক প্রতিযোগিতা। এ বছর ব্যবসায়ীরা মনে করছেন, জ্বালানি ঘাটতিই হবে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ, যা আগের বছর তাদের জন্য উদ্বেগের বিষয় ছিল না। এ বছরের প্রতিবেদনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আগামী দুই বছরে বাংলাদেশসহ ১০০টিরও বেশি দেশের জন্য মারাত্মক কিছু ঝুঁকি চিহ্নিত করেছে। পরবর্তী দুই বছরে, বিশ্বের ব্যবসায়ীরা ভুল ও অপতথ্য সবচেয়ে গুরুতর বৈশ্বিক ঝুঁকি হিসেবে বিবেচনা করেছেন। এরপর আছে আবহাওয়ার চরমভাবাপন্নতা, সামাজিক বিভেদ, সাইবার নিরাপত্তাহীনতা, অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত। এসব ঝুঁকির কোনোটারই প্রভাবমুক্ত নয় বাংলাদেশ।

 

সর্বশেষ খবর