শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা নিয়োগ

নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন- ড. মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এর মধ্যে নতুন করে যোগ হয়েছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

অন্য পাঁচজন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। গতকাল রাতে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সই করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত ছয়জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে গতকাল আলাদা প্রজ্ঞাপনে মন্ত্রী মর্যাদাসম্পন্ন অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ হিসেবে মোহাম্মদ জিয়াউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর