শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
হেরে ক্ষুব্ধ নৌকার প্রার্থীরা

সাম্প্রদায়িক উসকানি আর টাকা

অসীম কুমার উকিল

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক উসকানি আর টাকা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল বলেছেন, ‘দল এবং ভোটের মাঠ দুটোই আমার পক্ষে ছিল। কিন্তু দুটি কারণে আমাকে পরাজয় বরণ করতে হয়েছে। টাকা এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে নির্বাচনের মাঠে আমার অবস্থান দুর্বল করার যে ষড়যন্ত্র হয়েছিল, আমার প্রতিপক্ষ তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। ভোটের মাঠে প্রচুর টাকা ছড়ানোর পাশাপাশি আমার ভোটব্যাংককে নিরুৎসাহ করতে আমাকে জড়িয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছিল। নির্বাচনের মাঠ আমার পক্ষে থাকলেও সব মহলের আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।’ অসীম কুমার উকিল কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

তাঁর প্রতিপক্ষ ইফতিকার উদ্দিন তালুকদার দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এবার মনোনয়নবঞ্চিত হয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র লড়েন এবং ২ হাজার ২৫৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

 

সর্বশেষ খবর