শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট

প্রতিদিন ডেস্ক

তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট

তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেতা উইলিয়াম লাই। দেশটির স্থানীয় গণমাধ্যমের দেওয়া তথ্যমতে, প্রায় ৫০ লাখ ভোট পেয়েছেন উইলিয়াম লাই যা তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। চীনের সঙ্গে চলমান রেষারেষির মধ্যেই শনিবার তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪ টায়। ব্যালট পদ্ধতির মাধ্যমে দেশটির সব জায়গায় ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই শুরু হয় গণনা। প্রথম থেকেই এগিয়ে ছিলেন উইলিয়াম লাই। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, উইলিয়াম লাই পেয়েছেন মোট ভোটের ৪২ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাউ ইউ-ইহ পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। আর কো ওয়েন-জে পেয়েছেন ২৫ শতাংশ ভোট। নির্বাচনে লাইয়ের অপর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টির হো ইয়ু ইহ এবং তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) নেতা কো ওয়েন-জে।

সর্বশেষ খবর