রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সোনার বার আত্মসাতে তিন পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় চোরাচালানের সময় অভিযানে উদ্ধার সোনার বার আত্মসাতের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চোরাচালানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন খুলনার খালিশপুরের ব্যাসদেব দে, লবণচরা থানা পুলিশের এসআই মোস্তফা জামান, এএসআই আহসান হাবীব ও কনস্টেবল মুরাদ। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, পেশাদার সোনা পাচারকারী ব্যাসদেব দে শুক্রবার সোনার বার ভারতে পাচারের জন্য টুঙ্গিপাড়া পরিবহনে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে খুলনার সাচিবুনিয়া মোড়ে বাসটি থামিয়ে তল্লাশিকালে ব্যাসদেব পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত তিন পুলিশ সদস্য তাকে ছয়টি সোনার বারসহ আটক করেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিছু না জানিয়ে তারা পাচারকারীর কাছ থেকে তিনটি বার ছিনিয়ে নেন। বাকি তিনটি ফেরত দিয়ে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে তাকে ছেড়ে দেন। তিনটি বারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এদিকে শুক্রবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ব্যাসদেব। এরপর ওই তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

সর্বশেষ খবর