সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারত ন্যায় যাত্রায় রাহুল

দীপক দেবনাথ, কলকাতা

ভারত ন্যায় যাত্রায় রাহুল

দ্বিতীয় পর্যায়ে গতকাল থেকে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। দুপুরে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরের থোবাল জেলার খংজম ওয়ার মেমোরিয়াল থেকে এই যাত্রার শুভ সূচনা করা হয়।

সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান, বেকারত্ব দূর করা, দ্রব্যমূল্য কমানোর ইসুতে মানুষকে একজোট করতেই কংগ্রেস এই ন্যায় যাত্রা শুরু করেছে। উদ্বোধনী যাত্রার সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালসহ অন্যরা। অনুষ্ঠানে রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দেন খাড়গে। এই পতাকা নিয়ে যাওয়া হবে যাত্রার শেষ গন্তব্যস্থল মুম্বাইয়ে। রাহুল গান্ধীর এই ‘ভারত ন্যায় যাত্রা’ ৬৭ দিন ধরে ১৫টি রাজ্যের প্রায় শতাধিক জেলা ও ১০০টি লোকসভা কেন্দ্র হয়ে যাবে। মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র মিলিয়ে প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই ন্যায় যাত্রা। এর মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ১১ দিন অবস্থান করবে এই যাত্রা। এর মধ্যে থাকছে মোদির লোকসভা কেন্দ্র বারানসী এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত রায়বেরেলি, আমেথি লোকসভা কেন্দ্র। এ ছাড়া ঝাড়খন্ড ও আসামে আট দিন, মধ্যপ্রদেশের সাত দিন অবস্থান করবে এই যাত্রা। ন্যায় যাত্রার সূচনা করে রাহুল বলেন, ‘মণিপুর রাজ্যে সরকারি অবকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এখানকার সহিংসতায় মানুষ তাদের প্রিয়জনদের হারাচ্ছেন। কিন্তু লজ্জার বিষয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো পর্যন্ত মণিপুর সফরে এসে সেই সমস্ত মানুষের চোখের পানি মুছিয়ে দেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি কিংবা আরএসএস-এর কাছে মণিপুর হয়তো ভারতের অংশ নয়।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর