শিরোনাম
সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতির কারণেই অর্থনীতিতে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির কারণেই অর্থনীতিতে ধাক্কা

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের মহাদুর্নীতি এবং অর্থ-সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রুশ-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। ইতোমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল- এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধসহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যের মূল্য বাড়েনি। কারণ, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশে মহাসমারোহে দুর্নীতি আর লুটপাট চলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। এটি এখন সর্বজনস্বীকৃত। রিজভী আরও বলেন, গুম, খুন, সাজানো মিথ্যা মামলা দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন চালিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে ঢুকিয়ে একতরফা নির্বাচন করেছে। নির্বাচন হলেও জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভুয়া ভোট বর্জন করেছে। নির্বাচনের পর কৃত্রিম আনন্দ-ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও তাদের মনে শান্তি নেই। প্রতিনিয়ত ক্ষমতার ভয় তাদের তাড়া করছে। কারণ, সহিংসতা ও বিরোধী নেতা-কর্মীদের দমনের মধ্য দিয়ে একতরফা নির্বাচন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর