সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরাজিত প্রার্থীর এজেন্টের লাশ উদ্ধার চলছে হামলা ভাঙচুর

প্রতিদিন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখনো বিভিন্ন স্থানে সহিংস ঘটনা, হামলা, ভাঙচুর ঘটেই চলেছে। এরই অংশ হিসেবে গতকাল নোয়াখালীতে পরাজিত প্রার্থীর এক এজেন্টের লাশ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নোয়াখালী :

 নোয়াখালী-২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) সোনাইমুড়ীর নাটেশ্বরে পলাশ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মাথা থেঁতলানো অবস্থায় ছিল। তার বাড়ির পাশেই পড়েছিল রক্তাক্ত দেহটি। শনিবার রাতে নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল তার লাশ উদ্ধার করা হয়। নিহত পলাশ ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। নোয়াখালী-২ আসনের কাঁচি প্রতীকের পরাজিত (আওয়ামী লীগ নেতা) স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক জানান, নিহত পলাশ তার এজেন্ট ছিলেন এবং তার পক্ষে কাজ করতেন। তিনি স্থানীয় মির্জানগর কেন্দ্রে কাঁচির পক্ষে এজেন্ট ছিলেন। নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, বিষয়টি দুঃখজনক।। ঘটনাটির সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক বলেন, ‘তিনি আমার এজেন্ট ছিলেন এবং ভোটের দিন জাল ভোটের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।’ মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের আঁধার ইউনিয়নের সোলারচর ও বকুলতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ তিনজন। স্বর্ণালংকার, নগদ টাকা ও গরু-ছাগল লুটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থীকে সমর্থন করায় একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লবের সমর্থকরা হামলা করেছে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোলারচর ও বকুলতলা এলাকার পরাজিত নৌকা ও জয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিরোধ চলছিল। সকাল সাড়ে ৬টার দিকে নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে বিজয়ী ফয়সাল বিপ্লবের সমর্থক উত্তর সোলারচর গ্রামের বোরহান মাস্টারের ছেলে আহাদুলের নেতৃত্বে হঠাৎ করে সোলারচর ও বকুলতলা গ্রামে হামলা চালানো হয়েছে। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে দেশি অস্ত্র নিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ভাঙচুর করে ১৫টি গরু ও ৮টি ছাগল নিয়ে যায়। লুট করা হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। বরিশাল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকের সমর্থকদের ওপর হামলা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে ওই উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে গ্রেফতার করা হয় তাকে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠীর মহের হাওলাদারের বাজারে নৌকার নির্বাচনি কার্যালয়ে হামলা চালানো হয়। ওই সময় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীসহ অন্যরা নৌকার সমর্থকদের মারধর করে। এ সময় তারা ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী দুধল মৌ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদী হয়ে পরদিন হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীকে। তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলমের নির্বাচনি কর্মী ছিলেন। ঝিনাইদহ : ঝিনাইদহ-২ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে তার সহপাঠীরা। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে তার সহপাঠী ঝিনাইদহ এসএসসি ’৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর