সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার আরও বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করা হবে চলতি অর্থবছরের (২০২৩-২৪) বাকি ছয় মাসের মুদ্রানীতি। এবারও নীতি সুদহার বাড়িয়ে টাকার দাম আরও বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ মুদ্রানীতি হবে সংকোচনমূলক। বহাল থাকবে উচ্চ সুদহার। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। মূল্যস্ফীতি কমাতে ঋণের সুদহার কিছুটা বাজারভিত্তিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বেড়েছে নীতি সুদহারও। এতে ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১১ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, সংকোচনমূলক মুদ্রানীতি আমরা ফলো করব। এখন সেটাই আছে। কারণ আমাদের লক্ষ্য আছে আগামী ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮ শতাংশে এবং পরবর্তীতে ৬ শতাংশে নামিয়ে আনা। মুদ্রানীতিতে এ উদ্যোগটা আমরা চলমান রাখব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ হিসাবে দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। নভেম্বরে এই মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ, যা গত প্রায় ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ডিসেম্বরে শহর-গ্রাম নির্বিশেষে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫২ শতাংশ; যা নভেম্বরে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। ডিসেম্বরে শহর ও গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি প্রায় সমান ছিল। গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি গ্রামে ৮ দশমিক ৪১ শতাংশ ও শহরে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর