বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
স্টিফেন ডুজারিক

সহিংসতা পরিহার আইনের শাসনে জোর দিতে হবে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

সহিংসতা পরিহার আইনের শাসনে জোর দিতে হবে

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আমরা কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দিই না, তা যারাই করুক না কেন। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের কর্মসূচি ঘোষণার পর গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে বিএনপি যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যাত্রীবাহী বাস ও ট্রেনে আগুন দিয়ে সহিংসতা চালিয়েছে তাকে কি জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন হিসেবে মনে করে না? এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্থানীয় সময় সোমবার জাতিসংঘে বাংলাদেশ প্রতিদিনের স্থায়ী সংবাদদাতার অন্য প্রশ্নটি ছিল- যেমনটি আপনি জানেন, চলতি মাসের শুরুতে বাংলাদেশ অত্যন্ত সফলতার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে, যা ছিল সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতায় পরিপূর্ণ। তবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বানচালের চেষ্টা করেছিল তাদের সন্ত্রাসী আচরণের মধ্য দিয়ে। বাংলাদেশের সেই জাতীয় নির্বাচনের সময় বিএনপির সন্ত্রাসী আচরণের ব্যাপারে জাতিসংঘের অভিমত দয়া করে জানাবেন কি?

জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ব্যাপারে আপনার একজন সহকর্মী আগে প্রশ্ন করেছিলেন। আমি মনে করছি আমাদের (জাতিসংঘের) আহ্বান এবং আমি যা বলেছি তার পুনরাবৃত্তি করব, আমরা সব রাজনৈতিক দলকে সব ধরনের সহিংসতা পরিহার করতে এবং মানবাধিকার ও আইনের শাসনকে সম্মান করা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এ ব্রিফিংয়ের শুরু করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি গাজা পরিস্থিতি আলোকপাত করেন। শততম দিন পার হলো অথচ নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা থামেনি। অবিলম্বে তিনি মানবিক যুদ্ধবিরতির উদাত্ত আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব গাজার বেসামরিক নাগরিকদের মধ্যে নিরাপদ এবং পূর্ণমাত্রায় সাহায্য বিতরণের সুবিধার্থে মৌলিক শর্ত প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন এবং শুধু একটি যুদ্ধবিরতি সংকট কমাতে পারবে। গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের অবিশ্বাস্য বিপর্যয়কর মানবিক পরিস্থিতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর