বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রী উগান্ডায় সাক্ষাতের সম্ভাবনা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

উগান্ডার রাজধানী কম্পালায় অনুষ্ঠেয় ১৯তম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের প্রথম সাক্ষাৎ হতে পারে। বুধ ও বৃহস্পতিবার এ সম্মেলন হবে। সূত্র বলছেন, সম্মেলনের ফাঁকে উভয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম দুই মন্ত্রীর সাক্ষাৎ হচ্ছে। এ সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় ভারত সফরের কর্মসূচি চূড়ান্ত হতে পারে। সম্ভবত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই জয়শঙ্কর এক টুইট বার্তায় তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘যৌথভাবে আমরা দুই দেশের মৈত্রীবন্ধন উন্নত করার লক্ষ্যে ব্রতী হব।’ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা প্রথম রাষ্ট্রদূত যিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ড. হাছান মাহমুদকে ভারত সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিন্ন কাজে ব্যস্ততার কারণে উগান্ডায় জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না। পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রতিনিধিত্ব করবেন। ১২০ দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। এখানে রাজনৈতিক, আর্থিক ও সামাজিক ক্ষেত্রের রূপরেখা তৈরির কম্পালা ঘোষণাপত্র জারি করা হবে। যেটা প্রথমে পররাষ্ট্রমন্ত্রীরা গ্রহণ করবেন এবং পরে রাষ্ট্রপ্রধানরা মত দেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের বর্তমান সংঘর্ষ এবং তার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বর্তমান খাদ্যমূল্য বৃদ্ধি, পরিযায়ী সমস্যা, জলবায়ু পরিবর্তন অন্যতম আলোচ্য বিষয়।

সর্বশেষ খবর