শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
যুদ্ধের দামামায় কাঁপছে বিশ্ব

ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত ৯

প্রতিদিন ডেস্ক

ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত ৯

ইয়েমেনের সানা শহরে কাঁধে অস্ত্র নিয়েই বিয়ের সাজে বর -এএফপি

ইরানের ড্রোন এবং জঙ্গি বিমান থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাকিস্তানও ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এর আগে ইরানের হামলায় তিনজন পাকিস্তানি নিহত হয়েছিলেন। এদিকে এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানপন্থি জঙ্গিরা ইরান সীমান্তে এক ইরানি কর্নেলকে গুলি করে হত্যা করেছে। এ নিয়ে গোটা অঞ্চলজুড়ে নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সূত্র : রয়টার্স, বিবিসি, আলজাজিরা, ডন, ইরান ইন্টারন্যাশনাল। প্রাপ্ত খবর অনুযায়ী, ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ৯ নারীসহ শিশু নিহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার জবাবে গতকাল ভোরে এই হামলা চালিয়েছে পরমাণু শক্তিধর এই দেশটি। পাকিস্তান অবশ্য ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করেই পাকিস্তান এ হামলা চালিয়েছে। পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সামরিক বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমাদের বাহিনী ইরানের অভ্যন্তরে বেলুচ জঙ্গিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার টার্গেটে থাকা জঙ্গিরা বিএলএফের অন্তর্ভুক্ত।’

অন্যদিকে ইরানি মিডিয়ার খবরে বলা হয়, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে চার নারী ও চার শিশু নিহত হয়েছে। নিহতরা সবাই অ-ইরানি নাগরিক। পরে পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে পাকিস্তান। তবে আজকের এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করা। এটি সবকিছুর ওপরে এবং এই বিষয়ে কোনো আপস করা যায় না।’ উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশুসহ ৩ জন নিহত এবং আরও তিনজন আহত হয়। আরেক খবরে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান-ইরান সীমান্তে হোসেইন আলী জাওয়ানফার নামে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্নেলকে গুলি করে হত্যা করেছে পাকিস্তানি সেনা সমর্থকরা। বুধবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে ইরানের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে তিনি নিহত হন। ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সুন্নি মুসলিমদের চরমপন্থি গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এ ছাড়া কর্নেল জাওয়ানফারের দুই দেহরক্ষীকেও হত্যা করা হয়েছে। এদিকে ইরানে হামলার পর গতকাল দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া আরেক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি হামলার জবাবে ইরান যদি ফের পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করে, তাহলে দুই দেশের মধ্যকার সম্পর্ক চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইরানকে অনুরোধ জানাচ্ছি, আজকের হামলার জবাবে তারা যেন পাকিস্তানের অভ্যন্তরে পাল্টা কোনো হামলা আর না চালায়। ইরান যদি এ অনুরোধ না রাখে, তাহলে তার ফলাফল খুব খারাপ হবে এবং দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের সম্পর্ক চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাবে।’ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই যুদ্ধাবস্থার মধ্যে গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জর্দানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান ও পাকিস্তান এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না। আমি উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তুরস্ক সুপারিশ করেছে, পক্ষগুলো যেন আর সামনে অগ্রসর না হয়। যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরিয়ে আনা উচিত।’

এদিকে তেহরান ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিয়ে কথা বলেছে প্রতিবেশী আফগানিস্তানও। তালেবান সরকার পাকিস্তান ও ইরানে হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। অনুরূপভাবে চীনের পক্ষ থেকেও এক বিবৃতিতে, উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। দুই দেশের মধ্যে সমঝোতার জন্য মধ্যস্থতা করতে চীন প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব : ইরানের বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি সীমান্ত গ্রামে ভোরবেলায় পাকিস্তান হামলা চালায়। এই হামলার ঘটনার ব্যাখ্যা চেয়ে তেহরানে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে ইরান।

সর্বশেষ খবর