শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আর্থিক খাতে সংস্কার অবশ্যই দরকার

নিজস্ব প্রতিবেদক

আর্থিক খাতে সংস্কার অবশ্যই দরকার

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার চাচ্ছে। সংস্কার আমরাও চাই। সংস্কার অবশ্যই দরকার। বিশ্বব্যাংক এতে সহায়তা করতেও প্রস্তুত। অর্থমন্ত্রী গতকাল সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আবদুল্লায়ে সেক-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, আমরা কাজ শুরু করি। আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। বিশ্বব্যাংক তা অব্যাহত রাখবে। এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যখন এসেছিলেন, রোহিঙ্গা ক্যাম্পে আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়। বাংলাদেশের জন্য এখন অর্থায়ন দরকার। বাংলাদেশের ২০৪১ সালের পরিকল্পনা সামনে রেখে অর্থসহায়তা যেমন দরকার, তেমন সংস্কারও করতে হবে।

সর্বশেষ খবর