রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বোঝাপড়া না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

নিজস্ব প্রতিবেদক

বোঝাপড়া না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

‘প্রহসনের নির্বাচন মানি না, গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ শীর্ষক কর্মসূচি শুরু করেছে নাগরিক ঐক্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল এই কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের গণস্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে। যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে না, ততদিন পর্যন্ত আমরা মানুষের কাছে যাব। এই গণস্বাক্ষর হলো মানুষের কাছে যাওয়ার একটা মাধ্যম। স্বাক্ষর করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুমসহ বিভিন্ন পেশাজীবী মানুষ এতে স্বাক্ষর করেন। মান্না আরও বলেন, যারা লুটপাট করছে তাদের পক্ষে আছে বর্তমান সরকার। এ সরকার জনগণের সরকার নয়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সরকার জনগণের জান-মালের কোনো তোয়াক্কা করে না। ৭ জানুয়ারি ‘ফোর টুয়েন্টি মার্কা’ নির্বাচনের পর দুই সপ্তাহ পার হয়েছে। কিন্তু দেশে কোনো জিনিসপত্রের দাম কমেনি।  

সর্বশেষ খবর