রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাঙামাটিতে এমএনপি-জেএসএস বন্দুকযুদ্ধ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মারমা ন্যাশনাল পার্টির (এমএনপি) মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া এ যুদ্ধ চলে দুপুর ১২টা পর্যন্ত। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ম্রাংখ্যপাড়া ও কুদুংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, পাহাড়ে ক্ষমতার জানান দিতে জেএসএস ও এমএনপি সংঘর্ষে জড়ায়। শুরু হয় ব্যাপক বন্দুকযুদ্ধ। চলে কয়েক ঘণ্টা। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী জনবসতি এলাকায় দ্রুত নিরাপত্তা জোরদার করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। এ ব্যাপারে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে বন্দুকধারীরা। ঘটনাটি ঘটে দুর্গম পাহাড়ে। তাই স্থানীয়দের জানমালের কোনো ক্ষতি হয়নি। তবুও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ ওই দুই সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর