রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল এ সময়ে আরও ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসের ২০ দিনেই ডেঙ্গুতে ১৩ জনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৮২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫২৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬১ জন। তাদের মধ্যে ঢাকায় ২৩২ ও ঢাকার বাইরে ৪২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১৮ জন ডেঙ্গু রোগী। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের গতকালের দৈনন্দিন রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর