রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশি আটক

কূটনৈতিক প্রতিবেদক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২০৫ জন বাংলাদেশিসহ ৫৬১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়। বাংলাদেশি ছাড়া অন্য আটকরা মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরুনের নাগরিক। তাদের বয়স তিন মাস থেকে ৫৫ বছরের মধ্যে। আটককৃতদের বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো কোনো পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘন করা। পরবর্তী তদন্ত ও ব্যবস্থাগ্রহণের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া এই অভিযানটি ইমিগ্রেশন মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহের নেতৃত্বে পরিচালিত হয়। আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে একটি জনসাধারণের অভিযোগের পর, মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আবাসিক ভবনে অভিবাসী শ্রমিকরা গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। এতে স্থানীয়রা বিরক্ত হয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে গোপনে অভিযোগ করলে এই অভিযান চালান অভিবাসন বিভাগ। অভিযানে অংশ নেন বিভিন্ন পদমর্যাদার অন্তত ৪৫৫ জন অভিবাসন পুলিশ। বিবৃতিতে আরও বলা হয়, বিদেশিরা যখন লম্বা সময় ধরে এই এলাকায় থাকায় তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য পরিচালনা শুরু করেন এবং এই এলাকাটিকে নিজেদের এলাকা হিসেবে পরিচিত করছেন। ইমিগ্রেশন পুলিশের দাবি, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে ১৪ দিনের প্রাথমিক রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর