রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উত্তেজনা কমেছে সমঝোতার পথে ইরান-পাকিস্তান

প্রতিদিন ডেস্ক

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটা প্রশমিত হয়েছে। শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপের পর সমঝোতার এ ক্ষেত্র তৈরি হয়। এতে করে গত দুই দিনে দুই দেশের মধ্যে কোনো পাল্টাপাল্টি আঘাত হানার ঘটনা ঘটেনি। সূত্র : জিও নিউজ, আল জাজিরা, পার্স টুডে, রয়টার্স

উত্তেজনা প্রশমন সংক্রান্ত বিষয়ে জানা গেছে, ইরান ও পাকিস্তান যখন যুদ্ধের পথে অগ্রসর হচ্ছিল তখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নিয়ে উত্তেজনা বৃদ্ধির জন্য তৎপর হয়েছিল। এ অবস্থায় চীন বিশেষ ভূমিকা নেয় এবং উভয় বন্ধু দেশকে আলোচনার টেবিলে বসানোর জন্য চাপ সৃষ্টি করে। এরই ফলে ইতিবাচক প্রেক্ষাপট তৈরি হয়েছে। আরেক খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি শুক্রবার ফোনালাপে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হন। পরে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ তার এক্স হ্যান্ডেলে অতিরিক্ত পররাষ্ট্র সচিব রহিম হায়াত কোরেশি এবং ইরানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সৈয়দ রাসুল মুসাভির সঙ্গে আলোচনা করে বলেছেন, উভয় পক্ষে ‘ইতিবাচক বার্তা বিনিময়’ হয়েছে। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র বিভাগের অতিরিক্ত সচিব ইরানের পররাষ্ট্র বিভাগের অতিরিক্ত সচিবের এক চিঠির জবাব দিয়ে বলেছেন, তিনি ‘প্রিয় ভাই সৈয়দ রাসুল মুসাভির’র মতামতের জবাব দিয়েছেন। এদিকে মুসাভিরও এক্স হ্যান্ডেলে ফারসিতে লিখেছেন, ‘উভয় দেশের নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তারা জানেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা থেকে শুধু সন্ত্রাসী ও দুই দেশের শত্রুরাই লাভবান হবে।’ পাশাপাশি পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি গণমাধ্যমকে জানান, ইরানের সঙ্গে যে ‘ছোটখাটো অস্বস্তি’ তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া যাবে।

 

সর্বশেষ খবর