সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই মামলায় জামিন খসরুর

নিজস্ব প্রতিবেদক

আরও দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করেন। গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আমীর খসরু। পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে ২ নভেম্বর রাতে গ্রেফতার করা হয়। আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলায় জামিন শুনানি হয়। এর মধ্যে পল্টন থানার দুটি ও রমনা থানায় দুটি মামলা। আদালত বিকালে পল্টন ও রমনা থানার দুটি মামলায় জামিন মঞ্জুর করেছেন। অন্য দুটি মামলায় আগামী বুধবার অধিকতর জামিন শুনানির জন্য দিন ঠিক করেছেন। গত বৃহস্পতিবার পৃথক চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বুধবার দুটি মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। সব মিলে আটটি মামলায় জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সর্বশেষ খবর