সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিএনপির নতুন কর্মসূচি কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

সব রাজবন্দির মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবিতে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে এই কর্মসূচি পালন করবে দলটি। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর নয়া আন্দোলনের অংশ হিসেবে দুই দিনের এ কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করল বিএনপি।

রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করছি। এ সময় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি তিনি এ কর্মসূচি সফল করার আহ্বান জানান। এর আগে সরকার পতনের আন্দোলন জোরালো করতে হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল দলটি। তাদের ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দেওয়াকে তারা আন্দোলনের বড় সফলতা হিসেবে ভাবছেন। এ জন্যই তারা নির্বাচন প্রতিহতের কোনো কর্মসূচি দেননি বলে জানান তারা। রাজনৈতিকভাবে তারা বিজয়ী হয়েছেন বলেও মনে করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বেশকিছু গণতান্ত্রিক দেশও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়ে জানিয়েছে।

সর্বশেষ খবর