মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রূপগঞ্জে স্বতন্ত্র সমর্থক আইনজীবীর অফিস ভাঙচুর

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে গুলি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে স্বতন্ত্র সমর্থক আইনজীবীর অফিস ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তায়েবুর রহমান নামে এক অ্যাডভোকেটের অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার ভোলোবো ইউনিয়নের আতলাপুর বাজারে। অ্যাডভোকেট তায়েবুর রহমান জানান, আতলাপুর বাজারে ‘ল হেল্প সেন্টার’ নামে তার একটি আইনি পরামর্শ কেন্দ্র রয়েছে। গত ইউপি নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। উক্ত চেম্বারে সাধারণ মানুষকে আইনি পরামর্শ প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপও পরিচালনা করে আসছিলাম। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেই নির্বাচনে আমি শাহজাহান ভূইয়াকে সমর্থন করি। আর এ কারণে নৌকার স্থানীয় সমর্থক সজিব, রফিকুল ও রকির নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী দল আমার অফিস ভাঙচুর করেছে। দুর্বৃত্তরা আমার অফিসের সাটার ভেঙে ভিতরের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভেঙে চলে যায়। অফিস ভাঙচুরের সময় আমি নারায়ণগঞ্জ জজ কোর্টে কর্মরত ছিলাম। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, উক্ত ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে গুলি : মুন্সীগঞ্জ সদরে নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন (২৭) নামের নৌকার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত স্কুল শিক্ষক ফরহাদ হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনে প্রতিপক্ষ জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রান্ত শেখের বিরুদ্ধে গুলি ও হামলার অভিযোগ করেছে আহতরা। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এ নিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। নির্বাচনি বিরোধে গতকাল দুপুরে শোভনের ভাই স্কুল শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহিপাড়া এলাকায় আটক করে মারধর করতে থাকে প্রান্ত গ্রুপ। খবর পেয়ে শোভন ঘটনাস্থলে গেলে তার পায়ে গুলি চালায় প্রান্ত। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যায় প্রান্ত। পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, দুপুরে দুজন আহত রোগী এসেছে। এর মধ্যে একজন আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

সর্বশেষ খবর