মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেওয়ার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’ ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দিতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ডিএনসিসি ও রাজউকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর ফলে গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর এক রিটের শুনানি শেষে এই শপিং সেন্টারটি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। রিটকারীর আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী সেদিন বলেছিলেন, গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বাণী চিত্র ও চলচ্চিত্র নামে দুটি কোম্পানি। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলের শুনানি নিয়ে হাইকোর্ট শপিং সেন্টারটি ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এর আগে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় গত বছরের ২৩ জুলাই গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে।

 

 

সর্বশেষ খবর