মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্ত্রী ও দুই মেয়েসহ মেজর (অব.) মান্নানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

অর্থ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার স্ত্রী ও দুই মেয়েসহ আরও নয়জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিক্রি হওয়া কোম্পানির নামে ৩ কোটি টাকার ঋণ মঞ্জুর এবং ৩৭ লাখ ৫৯ হাজার ৫৮৫ টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। গতকাল সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক আবদুল মাজেদ। মেজর (অব.) আবদুল মান্নান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- তার স্ত্রী ও বিআইএফসির সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান, দুই মেয়ে এবং বিআইএফসির সাবেক পরিচালক তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান, রবিনসন ফ্যাব্রিকেশনসের মালিক আমিনুর রহমান খান, রুনা প্রপার্টিজের মালিক নাহিদা আক্তার, বিআইএফসি পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দিন আহমেদ, আরশাদ উল্লাহ, বিআইএফসির এমডি ইনামুর রহমান, সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রিন্সিপাল অফিসার কাজী আহসান মারুফ ও সাবেক সিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আওলাদ হোসেন। এজাহারে বলা হয়েছে, মেজর (অব.) মান্নানসহ ১৩ জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পরস্পর যোগসাজশে বিক্রীত প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেডের নামে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ওই টাকা ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেডের ব্যাংক হিসাবে না দিয়ে মান্নান ও কুলসুম দম্পতির স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআইএফসির সহযোগী প্রতিষ্ঠান রুনা প্রপার্টিজ ও রবিনসন ফেব্রিকেশনের হিসাবে স্থানান্তর করা হয়। পরে ওই টাকা সানম্যান গ্রুপ-এর নামে নিয়ে স্তর বিন্যাস ঘটিয়ে পুনরায় তা বিএফআইসির হিসাবে জমা দেখিয়ে রূপান্তর ঘটানোর মাধ্যমে মোট ৩ কোটি টাকা মানি লন্ডারিং এবং ৩৭ লাখ ৫৯ হাজার ৫৮৫ টাকা আত্মসাৎ করেছেন। এর আগে বিআইএফসি থেকে প্রতারণার আশ্রয় নিয়ে ঋণ মঞ্জুর ও বিতরণের অভিযোগে মেজর (অব.) মান্নানের বিরুদ্ধে ১২টি মামলা করে দুদক।

 

সর্বশেষ খবর