মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সহযোগিতা আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক

সহযোগিতা আরও বাড়বে

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীন আগামী পাঁচ বছর সহযোগিতা আরও বাড়াবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কারণেই নির্বাচনের পরে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করেনি। কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি। চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, এটি আরও শক্তিশালী হবে। বাংলাদেশ ও চীন যৌথভাবে সাইবার নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে আরও আধুনিকায়ন করতে, চীন উন্নত প্রশিক্ষণ দেবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে। যারা প্রশিক্ষণ নেবেন, তাদের একটি তালিকাও দেওয়া হয়েছে চীনকে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর