মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সিটি-উপজেলা নির্বাচন

নৌকা প্রতীক থাকবে না

দলের যে কেউ অংশ নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন এবং উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনে আপাতত দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। যার যার মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। যে কোনো প্রার্থীর পক্ষে দলের নেতারা ভোট করতে পারবেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের গেটে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এ সময় কার্যনির্বাহী সংসদের কমপক্ষে ৪০ নেতা বক্তৃতা করেন। দলীয় সভানেত্রী সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসব নেতাদের কেউ কেউ বিগত সংসদ নির্বাচনে এলাকার দলীয় নেতা-কর্মীদের বিরোধিতার কথাও তুলে ধরেন। কেউ কেউ বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কথা বলেন। নির্বাচন পরবর্তী নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন। এদিকে নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে। একই দিন কয়েকটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। মার্চে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, স্থানীয় সরকারের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে চেয়ারম্যান এবং মেয়র পদে দলীয় প্রতীকে ভোট করার বিধান আছে। আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতা উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না করার পক্ষে বক্তব্য দেন। তাদের বক্তব্যের সারমর্ম হলো কদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী থাকায় তৃণমূলে বিভেদ তৈরি হয়েছে। এখন স্থানীয় সরকারের নির্বাচনে একজনকে দলীয় প্রতীক বরাদ্দ দিলে অন্যরা স্বতন্ত্র ভোট করবে। এতে বিভেদ আরও বাড়বে। বরং উন্মুক্ত করে দেওয়াই ভালো হবে।  এরপর দলের সভানেত্রী সবার মতামতের প্রতি সমর্থন করেন। তিনি বলেন, আপাতত স্থানীয় সরকারের নির্বাচনে দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। এতে ভোট উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হবে। যিনি জনপ্রিয় প্রার্থী তিনিই জয়ী হয়ে আসবেন। বিষয়টি নিয়ে দলের মনোনয়ন বোর্ডকে অবহিত করা হবে বলে জানান তিনি। বৈঠক শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর