বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনকে জাতিসংঘ

রোহিঙ্গা ফেরতের পরিবেশ নেই মিয়ানমারে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ফেরতের পরিবেশ নেই মিয়ানমারে

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের অনুকূলে নেই। এ ছাড়া মর্যাদার সঙ্গে নিরাপদে ফেরার মতো পরিবেশও তৈরি হয়নি মিয়ানমারে- এমন অভিমত পোষণ করল জাতিসংঘ।

২২ জানুয়ারি দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘মর্যাদা সমুন্নত থাকে এবং নিরাপত্তা নিশ্চিত রয়েছে- এমন পরিবেশ বিরাজ করলেই কেবলমাত্র রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় নিজ বসতভিটায় ফিরতে পারবে। এর আগে কোনো শরণার্থীকেই মিয়ানমারে ফিরে যাওয়ার কথা বলা সঙ্গত হবে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া অবলম্বন করাও সমীচীন নয়।’ ডুজারিক আরও বলেন, ‘আর এটা তো পরিষ্কার যে, মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নেই। রোহিঙ্গা শরণার্থীদের যারা আশ্রয় দিয়েছে, উদারতা প্রদর্শন করেছে শরণার্থীদের আতিথেয়তায়, সেই কক্সবাজার এলাকার মানুষের সঙ্গে আমাদের সবার অর্থাৎ মানবিকতাসম্পন্ন বিশ্বের সংহতি প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে।’ তিনি উল্লেখ করেন, শরণার্থীদের জন্য তহবিলের মাত্রা বাড়ানো দরকার-এটাও খুবই জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন জ্ঞাপন সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ‘তিনি (মহাসচিব) প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেমন তিনি সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে পুনর্নির্বাচিতদের দিয়ে থাকেন। এই পোডিয়াম থেকে আমরা অতীতে যা বলেছি, মানবাধিকার হাইকমিশনার যা বলেছেন তা অপরিবর্তিত রয়েছে।’

সর্বশেষ খবর