বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আগ্রহ

রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে মিয়ানমারের আগ্রহ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান স্যুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর তিন দিনের মাথায় দেশে ফিরে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মূল্যবান আলোচনা হয়েছে। আমি তাকে (মিয়ানমারের মন্ত্রী) অনুরোধ করেছি, অন্তত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য। তারা সে বিষয়টি গভীরভাবে দেখছে বলে আমাকে জানিয়েছেন। তিনি বলেন, তাদের কথাবার্তায় যেটা মনে হয়েছে, শুরু (প্রত্যাবাসন) করার বিষয়ে তাদের আগ্রহ আছে। সেটি আমার কাছে প্রতীয়মান হয়েছে। তারা সেটি কীভাবে করা যায় দেখছেন বলে আমাকে জানিয়েছেন। মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও বাণিজ্য ও মাদক চোরাচালান ইস্যুতে কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের বাণিজ্যের বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যার কারণে দুই দেশের বাণিজ্য আগের পর্যায়ে নেই। বাণিজ্য যেন শক্তিশালী হয় ও অব্যাহত থাকে, তা নিয়েও আলোচনা করেছি। হাছান মাহমুদ বলেন, মিয়ানমার থেকে আমাদের দেশে নানাভাবে মাদক আসে এবং এর সঙ্গে যে গ্রুপ যুক্ত... সেটি নিয়েও আলোচনা হয়েছে। তিনিও (মিয়ানমারের মন্ত্রী) এটা স্বীকার করেছেন। এটি কীভাবে মোকাবিলা করতে পারি, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন। হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাংক সম্পর্ক বাড়ানোর কথা বলেছে। আমাদের সঙ্গে তারা আরও সম্পৃক্ততা বাড়াতে চায়।

সর্বশেষ খবর