শিরোনাম
বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ আজ তাঁবেদার রাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আজ তাঁবেদার রাষ্ট্র

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের অভ্যন্তরে মানুষের যেমন নিরাপত্তা নেই সীমান্তে কি বাংলাদেশিদের নিরাপত্তা রয়েছে? এতদিন দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সাধারণ বাংলাদেশি নিহত হয়েছেন। আর এখন দেখছি, সীমান্তে বিজিবিরও নিরাপত্তা নেই। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ তাঁবেদার রাষ্ট্র। সরকার আজ দেশবিরোধী চক্রান্তের ক্রীড়নক। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সোমবারও যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আরেকটা স্বাধীন দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য হত্যা কোনো সাধারণ ঘটনা নয়। বরং এটির সঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। রিজভী বলেন, ভোটারবিহীন গণবিচ্ছিন্ন সরকার বাংলাদেশকে উপসংহারহীন পরিস্থিতির দিকে ধাবিত করছে। গণতন্ত্রকে ধ্বংস ও মত প্রকাশের স্বাধীনতাকে ক্রমান্বয়ে খর্ব করে লুট, দাঙ্গা, হত্যা, ধ্বংস করে সরকার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিনি আরও বলেন, ভয়াবহ সংকটে দেশের অর্থনীতি। সব ব্যাংক বন্ধের দশা হয়েছে। দেশের ১০-১৫টি ব্যাংক যে কোনো সময় দেউলিয়া ঘোষণা হতে পারে। টাকা নেই সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংক ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ‘ডামি সরকার’ এখন ‘ডামি সংসদ’র জন্য ‘ডামি বিরোধী দল’ খুঁজছে। জনগণের ভোট ছাড়াই যেহেতু ক্ষমতা আঁকড়ে থাকা যায়, ফলে জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। এ সময় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর