শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কেজি সোনা জব্দ

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বুধবার ৪ কোটি ৫১ লাখ রুপি মূল্যের সোনা জব্দ করেছে বিএসএফ। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৮৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্ত চৌকি রাউতুবাড়ি এলাকায় বুধবার অভিযান চালিয়ে ছয়টি সোনার বার উদ্ধার করে। নদীয়া জেলার হাতিশালা ঘোষপাড়া গ্রামের বাসিন্দা সদরুল মণ্ডল (২৬) নামে এক চোরাকারবারি ওই সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। সেসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত সোনার ওজন আনুমানিক সাত কেজি এবং আনুমানিক মূল্য ৪,৫১,১৮,৫০০ রুপি। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাউতবাড়ি সীমান্ত চৌকি এলাকায় হাতিশালা ট্রাই জংশনের কাছে অভিযান চালায় জওয়ানরা। সকাল আনুমানিক সাড়ে ৮টায় একটি মোটরসাইকেলে আসা সন্দেহভাজন এক ব্যক্তিকে বিএসএফের গোয়েন্দা বিভাগ শনাক্ত করে এবং তাকে আটক করে তল্লাশি করে তার কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সদরুল ম ল জানায়, খুব অল্প সময়ে বিপুল অর্থ আয় করতেই তিনি চোরাচালানের পথ বেছে নেয়। আর সে লক্ষ্যেই সোনার এ চালানটি নদীয়া জেলার রামকৃষ্ণপুর, মহেশবাথান এলাকার কোনো এক ব্যক্তির কাছে হস্তান্তর করার পর তার মজুরি বাবদ ১ হাজার রুপি পাওয়ার কথা ছিল। উল্লেখ্য, এ নিয়ে চার দিনে তিনটি অভিযানে প্রায় সাড়ে ১৫ কেজি সোনা জব্দ করা হয়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি (জনসংযোগ) এ কে আর্য জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। যার ফলে কয়েক দিনে এ বিপুল পরিমাণ সোনা জব্দ করা হয়েছে, পাশাপাশি চোরাকারবারিরাও ধরা পড়ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর