শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে

এ এইচ এম সফিকুজ্জামান

অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আমাদের দেশে নিত্যপণ্যের মজুত পর্যাপ্ত পরিমাণে রয়েছে। রমজান উপলক্ষে কোথাও ঘাটতি হওয়ার কথা নয়। আমরা রুট পর্যায়ে যাচ্ছি। কেউ অবৈধ মজুত করলে আমরা সেই বিষয়গুলো দেখছি। অবৈধ মজুতদারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, রমজানকে কেন্দ্র করে আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। আমরা এসব বিষয়ে খোঁজখবর নিচ্ছি, এজন্য রুট লেভেলে যাচ্ছি। যেখানে বিভিন্ন পণ্যের মজুত আছে। পণ্যের দাম কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এগুলো নিয়ে মিটিং করছি। বিভিন্ন সংস্থাও কাজ করছে। তিনি বলেন, রমজান মাসে তেল, চিনি, ছোলা, খেজুরসহ কতিপয় পণ্যের চাহিদা বেড়ে যায়। সে পরিপ্রেক্ষিতে এসব পণ্যের মজুত ও সরবরাহ ঠিক রাখা চ্যালেঞ্জের বিষয়। তবে অযৌক্তিক মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনো অসাধু ব্যবসায়ী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট বাজার কমিটিকে দায়বদ্ধতার মধ্যে এনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবসায়ী সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর