শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিশেষায়িত বাজার করা যেতে পারে

অধ্যাপক আইনুল ইসলাম

বিশেষায়িত বাজার করা যেতে পারে

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেছেন, রমজানে দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য বিশেষায়িত বাজার তৈরি করা যেতে পারে। সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের মতো সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিমসহ রমজানের অন্যান্য পণ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করা যেতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ড. আইনুল ইসলাম বলেন, রমজানে আমাদের বাজার ঠিক রাখতে টিসিবির কার্যক্রমকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কৃষি সেক্টরে সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে হবে। কৃষি বিপণন বিভাগের মতো কিছু বিভাগ আছে এদের কাজে লাগাতে হবে। রমজানে যেহেতু সরকারের তৎপরতা বেশি থাকে তাই এবার অসাধু ব্যবসায়ীরা ইতোমধ্যেই রমজানকে টার্গেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এবার তদারকির আগেই তারা দাম বৃদ্ধি করল। সিন্ডিকেটকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই বিভিন্ন সংস্থার উচিত এখন থেকেই বাজার তদারকি করা। তদারকিগুলো ঠিক মতো করা হয় না। দুই দিন করে এরপর বন্ধ হয়ে যায়। যার কারণে এই তদারকি কাজের হয় না। তিনি বলেন, আমাদের সরবরাহের কোনো ঘাটতি নেই। ডাল, ছোলা পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে। এগুলোর দাম বাড়ার কথা নয়। তারপরও সিন্ডিকেটের কারণে এসবের দাম বাড়ছে।

সর্বশেষ খবর