শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আজ পাল্টাপাল্টি দুই দলের

ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল

রাজধানীর নয়াপল্টনে আজ কালো পতাকা মিছিল করবে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মৌখিক অনুমতি পেয়েছে দলটি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ কালো পতাকা মিছিল কর্মসূচিই হলো বিএনপির রাজপথের প্রথম কর্মসূচি। দুই দিনের এ পতাকা মিছিলের প্রথম দিন গতকাল সারা দেশে জেলা পর্যায়ে এ কর্মসূচি পালন করে দলটি। আজ পালিত হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশে মহানগরী পর্যায়ে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। এ ব্যাপারে ডিএমপিকে চিঠি দেওয়ার পর মৌখিকভাবে অনুমতি পাওয়া গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দলের এ সিনিয়র যুগ্ম মহাসচিব আরও জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে গতকাল সারা দেশে জেলায় জেলায় এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা ছাড়া যেসব জেলার সঙ্গে মহানগর আছে, সেগুলোতে একই কর্মসূচি পালন করা হবে আজ।

সর্বশেষ খবর