শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
আজ পাল্টাপাল্টি দুই দলের

আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ

রাজধানীতে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করার মধ্য দিয়ে আজ থেকে রাজপথে আবারও সক্রিয় হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বিকাল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। একই দিন বিএনপি কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। ভোটের পর দুই দলের এটাই প্রথম পাল্টাপাল্টি কর্মসূচি। জানা গেছে, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশে নিরঙ্কুশ জয়ের পর বিজয় মিছিল করে আওয়ামী লীগ। এরপর আর মাঠের কর্মসূচিতে দেখা যায়নি। আজ থেকে আবার মাঠে সক্রিয় হচ্ছে ক্ষমতাসীন দলটির নেতারা। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

 

সর্বশেষ খবর