শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিচারক সংকট কেটে যাবে

বান্দরবান প্রতিনিধি

বিচারক সংকট কেটে যাবে

বান্দরবান জেলা ও জজ আদালতের সামনে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারকের পদ সৃষ্টির ব্যাপারে সরকারের সঙ্গে কথা হয়েছে, আশা করি এ সংকট কেটে যাবে। গতকাল দুপুরে এ অনুষ্ঠানে তিনি বিচারকদের বসার স্থানের সংকুলানের কথা জানিয়ে বলেন, এরই মধ্যে দেশের অনেক জায়গায় বহুতল বিশিষ্ট সিজিএম কোর্ট (মুখ্য বিচারিক হাকিম আদালত) নির্মাণ করা হচ্ছে। আগামীতে বিচারকদের বসার স্থানের আর সংকট হবে না। প্রধান বিচারপতি বলেন, সরকারে একটা প্রকল্প হিসেবে দেশে প্রত্যেক জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি করে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা হচ্ছে; যা সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্বপ্ন ছিল। প্রত্যেক জেলার আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের যেন বসার একটা জায়গা থাকে সে জন্যই ভবন নির্মাণ করা হচ্ছে। আগে বিচার প্রার্থীদের জন্য কোনো বসার জায়গা ছিল না। সবার জন্য বসার ব্যবস্থা করতে এ ন্যায়কুঞ্জ। বান্দরবানের ভবন উদ্বোধন করে তিনি বলেন, ভবনটিতে আধুনিক ব্যবস্থা থাকবে। মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার ও ভালো পানির সুব্যবস্থা থাকবে। দেশের অন্যান্য জজ আদালত প্রাঙ্গণেও ন্যায়কুঞ্জ করা হবে।

অনুষ্ঠানে বান্দরবান জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূঁইয়া, জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাহবুবর রহমান, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ইলিয়াছুর রহমান উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর