শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিভিন্ন স্থানে বিএনপির কালো পতাকা মিছিল

প্রতিদিন ডেস্ক

নির্বাচনের পর আজ প্রথমবারের মতো ঢাকার রাজপথে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গতকাল এ কর্মসূচি পালন করা হয় দেশের জেলা শহরগুলোতে।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ডামি প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে গঠিত অবৈধ সংসদ বাতিলের সঙ্গে এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি চলমান শান্তিপূর্ণ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, এলডিপি আজ ঢাকায় কালো পতাকা মিছিল করবে। তবে গণতন্ত্র মঞ্চ আগামী ৩০ জানুয়ারি সমাবেশ করবে। তিনি জানান, আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করা হবে। মিছিলের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মৌখিক অনুমতি দিয়েছে। আর গতকাল (শুক্রবার) সারা দেশের জেলায় জেলায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শায়রুল কবির খান আরও জানান, আজ বিকালে বিজয়নগর দলীয় অফিসে সংবাদ সম্মেলন করবে ‘আমার বাংলাদেশ পার্টি’। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আজ ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ২টায় মিছিল শুরু হবে। এই কর্মসূচির বিষয়ে নিয়মমাফিক আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করে চিঠি দিয়েছি। আমাদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ বিষয়ে ডিএমপির সঙ্গে কথা বলেছেন। পুলিশ আমাদের কর্মসূচির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। সেই হিসেবে ঢাকা মহানগরের এই কর্মসূচি সফল করার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। তিনি জানান, এরই মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসন কার্যালয়সহ সারা দেশে বন্ধ থাকা জেলা কার্যালয়গুলো খুলেছে। নেতা-কর্মীদের অনেকে আত্মগোপন থেকে কার্যালয়ে আসা-যাওয়া শুরু করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, গতকাল বিএনপির উদ্যোগে দিনাজপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাদারীপুর, কুষ্টিয়া, ফরিদপুর ও সিরাজগঞ্জে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল ও সমাবেশ করা হয়।

সর্বশেষ খবর