শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

প্রতিদিন ডেস্ক

গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে)। তবে অনেকের প্রত্যাশা বা ধারণা মতো জাতিসংঘের শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন এ রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ইসরায়েলের প্রাণঘাতী সামরিক অভিযান বন্ধে যুদ্ধবিরতির কোনো আদেশ দেননি। ফিলিস্তিনিদের সংগ্রামের জোরালো সমর্থক হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতার ওপর জরুরি স্থগিতাদেশ দিতে আইসিজেতে আবেদন করেছিল। এ আদালতের আদেশ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটি ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে বলে ধারণা করা হয়। গত ডিসেম্বরের শেষে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে গাজায় গণহত্যা চালানো অভিযোগে মামলা করে দক্ষিণ আফ্রিকা। ১১ ও ১২ জানুয়ারি নেদারল্যান্ডসের দি হেগে অবস্থিত আইসিজেতে এ মামলার দুই দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। গতকাল আদালত তার অন্তর্বর্তী রায় প্রকাশ করেন।

সর্বশেষ খবর