শিরোনাম
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পজিটিভ অ্যাকশনে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কথায় কথায় ব্যবসায়ীদের ধমক দিলে সমস্যার সমাধান হবে না। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে পজিটিভ অ্যাকশনে যেতে হবে। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্যবসায়ীরা কথা রাখবেন কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়ীরা কথা রাখবে। তবে মিষ্টি কথায় তো আর চিড়ে ভিজে না, কথা যেভাবে বলতে হয় সেভাবেই বলতে হবে। যে অ্যাকশনের দরকার সে অ্যাকশন নিতে হবে। শুধু হুমকি-ধমকি দিয়ে সমস্যার সমাধান হবে না। আমাদের কৌশলী হতে হবে। সবকিছু ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না। দ্বাদশ জাতীয় সংসদের প্রধান চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংসদে যারা বসবেন তারা জনগণের প্রতিনিধি। জনগণের নিত্যদিনের সমস্যা এখন দ্রব্যমূল্য। আমাদের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সমস্যাটি তাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে। বিএনপির কালো পতাকা কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও ষড়যন্ত্র ও সন্ত্রাসের আভাস দিচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্যসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলার স্বার্থে কালো পতাকাবাহী সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস কালো কাপড় দিয়ে আগামী পাঁচ বছর ঢেকে রাখা উচিত। নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।

 

সর্বশেষ খবর