শিরোনাম
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বেনাপোল চেকপোস্টে দুই সোনার বারসহ একজন আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় দুটি সোনার বারসহ মেহেদী হাসান নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস। গতকাল সকালে বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করেন। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আবদুল বাতেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন ও রাসেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ুপথ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২৪৫ গ্রাম। বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ৩৪ হাজার টাকা। সোনা পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় সোনা পাচার মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর