মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনি বিরোধে ভাইবোনকে কুপিয়ে ঢাকা মেডিকেলে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ‘নৌকা প্রতীকে ভোট দেওয়ায়’ ভাইবোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন জেলা সদর হাসপাতালের চিকিৎসক। রবিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনিতে সংঘটিত নির্বাচনি সংঘর্ষে আহতরা হলেন উপজেলার মধ্য লক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তার বড় বোন আমিরন বেগম (৫৫)। আহতদের দাবি, তারা গত সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়েছিলেন। এই কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে। স্বজনরা জানায়, রবিবার সন্ধ্যায় নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিরাজ সরদার ও তার বড় বোন আমিরন বেগম। মাঝপথে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ শাজাহান সরদার এবং তার লোকজন তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। প্রথমে দুজনকে উদ্ধার শেষে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভাইবোনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ। কালনিনি থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনি সহিংসতা নয়। পূর্বশত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর