বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিরাপদ বাসভূমি করতে চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ বাসভূমি করতে চেষ্টা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অপরাধ দমনে সাংবাদিকদের অবদান উল্লেখযোগ্য। সাংবাদিকতা পেশাকে আমি শ্রদ্ধার চোখে দেখি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনেক ক্লুলেস অপরাধেরও অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখছেন।

গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‌্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। জনগণের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে সাংবাদিকরাও কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে থাকেন। এ সময় ক্র‌্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সার্বিক কার্যক্রমে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও ক্র‌্যাবের নির্বাহী সদস্য আলী আজমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর