বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অমর্ত্য সেনের পক্ষে রায়

কলকাতা প্রতিনিধি

অমর্ত্য সেনের পক্ষে রায়

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জমি বিবাদ মামলায় জয় পেলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল এ মামলায় অমর্ত্য সেনের পক্ষে রায় দিলেন বীরভূম জেলা দায়রা আদালত। বিশ্বভারতী ওই জমি ছেড়ে দেওয়ার জন্য যে নোটিস দিয়েছিল আদালত তা নাকচ করে দেন। শান্তিনিকেতনে ‘প্রতীচী’ নামের অমর্ত্য সেনের বাড়িতে মোট জমির পরিমাণ ১.৩৮ একর। বিশ্বভারতীর দাবি, ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা প্রয়াত আশুতোষ সেনের নামে ৯৯ বছরের জন্য ‘প্রতীচী’র যে জমি লিজ দেওয়া হয়েছিল তার পরিমাণ ১.২৫ একর। অর্থাৎ বাড়তি ১৩ ডেসিমেল (শতক) জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। সেই জমি ফেরত চেয়ে গত ১৯ এপ্রিল বিশ্বভারতী বলেছিল, জমি খালি করে দিতে হবে ৬ মের মধ্যে। নইলে বলপ্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

বিশ্বভারতীর ওই নোটিসের ওপর স্থগিতাদেশ চেয়ে বীরভূম জেলা আদালতে মামলা করেছিলেন অমর্ত্য সেন। কয়েক দফায় এ মামলার শুনানি চলে। গত ৮ আগস্ট উচ্ছেদের নোটিসের ওপর স্থগিতাদেশ দেন আদালত। গতকাল সেই মামলার শুনানি হলে অমর্ত্য সেনের দাবিকেই বৈধতা দেন আদালত। এদিন আদালতের তরফে উচ্ছেদের নোটিস খারিজ করে দিয়ে জানিয়েছেন, ‘গোটা বিষয়টা খারাপ, পক্ষপাতদুষ্ট, একটি প্রতিহিংসাপরায়ণতা থেকে এটি করা হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর