শিরোনাম
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এমন কলঙ্কতিলক কোথাও নেই

নিজস্ব প্রতিবেদক

এমন কলঙ্কতিলক কোথাও নেই

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দুর্নীতি হয়তো সারা বিশ্বেই কমবেশি থাকতে পারে। কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা এমন দুর্নীতির কলঙ্কতিলক আর কোথাও আছে বলে জানা নেই। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী মরহুম মুহিত সাহেব বলেছিলেন, ৪ হাজার কোটি টাকার দুর্নীতি কিছুই নয়। এখন ওবায়দুল কাদের সাহেবের কাছে আমার প্রশ্ন, কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে সেটিকে আওয়ামী পরিভাষায় দুর্নীতি হিসেবে গণ্য করা হবে।

গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিলকিস জাহান শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, শাহজাহান ওমর যে মামলায় জজ কোর্ট থেকে জামিন পান। সেই মামলায় বিএনপি মহাসচিবসহ অসংখ্য নেতা-কর্মী কারাগারে আছেন। তাদের জামিন দেওয়া হয় না। অথচ একজন শাহজাহান ওমরকে কেনার পর তার সবকিছু মাফ হয়ে গেছে। সাবেক কৃষিমন্ত্রীর কথাই সত্য হয়েছে। এখন টিআইবির মতো আবদুর রাজ্জাক সাহেবকে কি বিএনপির দালাল বলবেন ওবায়দুল কাদের সাহেব?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর