শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হাই কোর্টের বেঞ্চ সব আদেশ দিলেন বাংলায়

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের বেঞ্চ সব আদেশ দিলেন বাংলায়

ভাষার মাসের প্রথম দিন মাতৃভাষা বাংলা ও ভাষাশহীদের সম্মানে হাই কোর্টের একটি বেঞ্চ বাংলা ভাষায় সব আদেশ দিয়েছেন। গতকাল ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বাংলা ভাষায় সব আদেশ দেন।

বেলা পৌনে ১১টায় বেঞ্চের কার্যক্রম শুরু হলে এজলাসে বসে আইনজীবীদের উদ্দেশে জ্যেষ্ঠ বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘আজ (গতকাল) ভাষার মাসের শুরু। মাতৃভাষা বাংলা ও ভাষা শহীদের সম্মানে আজ সব আদেশ ও রায় বাংলায় দেব।’ এ সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়াসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। আদালত বলেন, ‘যদিও বাংলায় রায় দেওয়াটা কঠিন। তারপরও ভাষার মাসের সম্মানে আজ (গতকাল) সব আদেশ ও রায় বাংলা ভাষায় দিতে চাই। এরপর আদালত কার্যতালিকায় থাকা রিট মামলার আদেশ বাংলায় দিতে থাকেন’। গতকাল থেকে শুরু হয়েছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে রাজপথে নেমে এলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর চালানো গুলিতে শহীদ হন- সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক। যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। যা আজও এদেশের জনগণের আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা হয়ে আছে।

সর্বশেষ খবর