শিরোনাম
শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

বিএনপি নয়, দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে তাতে আমরা বিচলিত নই। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্যের অস্থিরতার মধ্যেও কিন্তু আমাদের জনগণের কোথাও হাহাকার নেই। জনগণের পক্ষ থেকে কোনো বিক্ষুব্ধ ভাব আমরা লক্ষ্য করিনি। সবাই স্বাভাবিক জীবনযাপন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। তিনি বলেন, আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। দেশের মানুষের কাছে নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার তিনি করেছেন সেসব বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছেন। বিভিন্ন মন্ত্রণালয়কে ডেকে পরামর্শ দিচ্ছেন, কর্মপরিকল্পনা দিচ্ছেন। কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কথা বেশি না বলে কাজ করার জন্য দায়িত্বশীল সবাইকে নির্দেশ দিয়েছেন। বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এখন আন্দোলনেও ব্যর্থ হয়েছে। দেশে-বিদেশে তাদের যে বন্ধুরা আছে তাদের কাছে মুখ রক্ষার জন্য এখন বিভিন্ন কর্মসূচি চালু রেখেছে। এসব নিয়ে আমরা বিচলিত নই। বাংলাদেশের জনগণের ভারতবিরোধী মনোভাবের কারণে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো ধরনের টানাপোড়েন নেই।

সর্বশেষ খবর