শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
রোহিঙ্গা সমাবেশ

এক বছরের মধ্যে দেশে ফিরতে চান

কক্সবাজার প্রতিনিধি

আগামী এক বছরের মধ্যে নাগরিকত্ব নিয়ে নিরাপদে মিয়ানমারে নিজ গ্রামে ফিরতে চান বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। গতকাল উখিয়ায় লম্বাশিয়া ১ নম্বর ক্যাম্পে টু টু, টু টু কনভেনশন ‘এনাফ ইজ এনাফ’ শিরোনামে আয়োজিত রোহিঙ্গা সমাবেশে বক্তারা এসব দাবি জানান।

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, এখনো যেসব রোহিঙ্গা মিয়ানমারে রয়েছেন তাদের নির্যাতন করা হচ্ছে। তাদের বিদ্যুৎ, ইন্টারনেট লাইন, গ্যাস সরবরাহসহ সব নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের হত্যা এবং তাদের দেশ থেকে বিতাড়িতের চেষ্টা করা হচ্ছে জানিয়ে এসব বন্ধের দাবি জানান। এ ছাড়া মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গাদের দেশ ছেড়ে না আসার আহ্বান জানান বক্তারা। নেতারা আরও বলেন, ‘খুশিতে নয়, গণহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসেছি। আমরা এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমরা এমন জীবন চাই না। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চাই। আমাদের দাবিগুলো পূরণে মিয়ানমার যাতে বাধ্য হয়, সেজন্য বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন দ্রুত করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আগামী এক বছরের মধ্যে আশ্রিত রোহিঙ্গারা দেশে ফিরবেন। এবার রোহিঙ্গারা অধিকার ফিরে পেতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ বিভিন্ন দাবি ও স্লোগান নিয়ে সমাবেশে অংশ নেন। শিশুদের পরনে মিয়ানমারের স্কুলড্রেস ছিল।

সর্বশেষ খবর