রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভারতরত্ন সম্মাননায় লাল কৃষ্ণ আদভানি

দিল্লি ও কলকাতা প্রতিনিধি

ভারতরত্ন সম্মাননায় লাল কৃষ্ণ আদভানি

ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’-এ সম্মানিত হলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৯৬ বছর বয়সী রাজনীতিক লাল কৃষ্ণ আদভানি। তাঁকে এ বছর এ সম্মাননা দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘তিনি ‘ভারতরত্ন’ হওয়ায় আমি খুবই খুশি। আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং এই সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছি।’’

আদভানির সঙ্গে সময় কাটানোর দুটি ছবি শেয়ার করে মোদি লিখেছেন, ‘আদভানিজি আমাদের সময়ের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন, ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। একেবারে তৃণমূল স্তর থেকে কাজ শুরু করে দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবেও জনগণের সেবা করে গেছেন।’ কৃতজ্ঞতা : লাল কৃষ্ণ (এল কে) আদভানি এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে আমি এ সম্মাননা গ্রহণ করলাম। এটা ব্যক্তি হিসেবে শুধু আমাকেই নয়, জীবনভর একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে যে নীতি আদর্শ আমি অনুসরণ করে চলেছি, তার প্রতিও সম্মান প্রদর্শন।’ বিবৃতিতে তিনি তাঁর পরিবারের সদস্যদের বিশেষত প্রয়াত স্ত্রী কমলার প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে বলেন, ‘আমার জীবন চালনায় এরা অসামান্য উৎসাহ ও প্রেরণা জুগিয়েছেন।’ আদভানি বলেন, ‘আজ মনে পড়ে দুই মহান ব্যক্তিত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ভারতরত্ন অটল বিহারি বাজপেয়িকে, এদের ঘনিষ্ঠ সান্নিধ্যে কাজ করে আমি সম্মানিত বোধ করি।’ বিবৃতিতে তিনি ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং তাঁর দলের ও আরএসএস সদস্যদেরও কৃতজ্ঞতা জানান। আদভানির জন্ম ১৯২৭ সালের ৮ নভেম্বর করাচি শহরে (জায়গাটি এখন পাকিস্তানের অন্তর্গত)। দেশভাগের পরই তিনি ভারতের মুম্বাইতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৪১ সালে মাত্র ১৪ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এ যোগদান করেন। তিনি বেশ কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি বিজেপির অন্যতম সহপ্রতিষ্ঠাতা। তিনবার ছিলেন দলের সভাপতি। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন উপ-প্রধানমন্ত্রী।

 

সর্বশেষ খবর