রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনি বিরোধে বাড়ি ভাঙচুর লুটপাট

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ সমর্থিতদের কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মর্জিনা বেগম (৪৫), রেহানা বেগম (৪০), মুন্নি আক্তার (২০) ও আলামিন মীরকে (২২) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহর পক্ষে কাজ করেন নুরুল্যাগঞ্জ ইউনিয়নের বাড়রা গ্রামের আলামিন মীরসহ কয়েকজন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর কাছে হেরে যায়। এতে আলামিন মীরসহ কয়েকটি পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকালে আলামিন মীর ও মুন্না বাড়রা গ্রামের খলিল ফকিরের বাড়ির ওরসে গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তারেক ও কামালের নেতৃত্বে তাদের মারধর করা হয়। পরে সন্ধ্যার দিকে স্বতন্ত্র প্রার্থীর দুই শতাধিক লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলামিন মীর, বারেক মীর, লুৎফর মৃধা, জব্বার মৃধা, আলিফ হোসেন, মর্জিনা বেগমের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীর ঘরের মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ভিকটিম আলামিন মীর অভিযোগ করে বলেন, ‘সংসদ নির্বাচনে তারা কয়েক পরিবার নৌকার পক্ষে কাজ করেন। নৌকা পরাজিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তারেক-কামালরা তাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। শুক্রবার বিকালে ওরসে গেলে কেন আমরা বাড়ি থেকে বের হয়েছি বলেই আমাদের ওপর হামলা চালায়। পরে তারা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ৭-৮টি বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। আলামিন আরও জানান, ভোটের পর থেকেই কয়েক পরিবার আতঙ্কের মধ্যে ছিল। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে অভিযুক্ত তারেকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত।

সর্বশেষ খবর