সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইয়েমেনের ৩৬ স্থানে মার্কিন নেতৃত্বে হামলা

প্রতিদিন ডেস্ক

ইরাক ও সিরিয়ার পর এবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, গত শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমানগুলো ইয়েমেনের ৩৬ অবস্থানে হামলা চালিয়ে হুতিদের ঘাঁটি ধ্বংস করেছে। অন্যদিকে হুতির পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃতপক্ষে ৪৮টি স্থানে হামলা চালানো হয়, এতে নিরীহ কিছু লোকজন মারা গেছেন। একই সঙ্গে হুতি হুঁশিয়ারি দিয়েছে, শিগগিরই পাল্টা হামলা চালিয়ে কঠিন প্রতিশোধ নেওয়া হবে। সূত্র : রয়টার্স।

খবরে বলা হয়, শনিবার দিবাগত রাতে ইয়েমেনের বিভিন্ন স্থানে এ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর আগের দিন ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট অবস্থানে একতরফা হামলা চালিয়েছিল                 মার্কিন বাহিনী। জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহতের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং এই অভিযানে সহায়তা প্রদানকারী অন্যান্য দেশগুলো এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজের পাশাপাশি লোহিত সাগরে চলাচলকারী নৌযানগুলোর বিরুদ্ধে হুতিদের ক্রমাগত আক্রমণের জবাবে ইয়েমেনের ১৩টি স্থানে ৩৬টি হুতি লক্ষ্যবস্তুতে সর্বশেষ হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এই নিখুঁত হামলার উদ্দেশ্য ছিল- বৈশ্বিক বাণিজ্য এবং নিরপরাধ নাবিকদের জীবনকে হুমকির মুখে ফেলার জন্য হুতিদের ব্যবহৃত সক্ষমতাকে ব্যাহত ও অবনমিত করা।’ এই হামলায় ‘হুতিদের সুসংরক্ষিত অস্ত্র স্টোরেজ অবকাঠামো, ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং লঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারগুলোর সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোকে’ লক্ষ্যবস্তু করা হয় বলেও বিবৃতিতে বলা হয়েছে। অপরদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, রাজধানী সানা ও তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে মোট ৪৮টি হামলা হয়েছে। এসব হামলা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটুট সমর্থনকে টলাতে পারবে না। আমরা শিগগিরই কঠিন প্রতিশোধ নিতে যাচ্ছি। এ অবস্থায় ইসরায়েলের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইসরায়েল’ একটি খবর উল্লেখ করেছে, ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলার মহড়া চালিয়েছে হুতি আনসারুল্লা যোদ্ধারা। হুতি যোদ্ধারা এমন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে, তারা ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অভিযানের মহড়া চালাচ্ছে এবং ইসরায়েলি সেনাদেরকে জিম্মি করছে। পত্রিকাটি আরও দাবি করছে, ব্যারেন পার্বত্যাঞ্চলে হুতিরা গোলাবর্ষণ করছে এবং তারা বহু সংখ্যক ড্রোন থেকে ইসরায়েল এবং আমেরিকার পতাকার ওপর বোমা ফেলছে। মহড়ায় অংশ নেওয়া কমান্ডোদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকা বহন করছে এবং কিছুক্ষণ পর তারা ইসরায়েলের নজরদারি ক্যামেরা এবং পতাকা ধ্বংস করছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের তাঁবু তছনছ করছে এবং অবশেষে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে। এই মহড়ায় তিন ব্যক্তিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্মে দেখা গেছে যাদেরকে বন্দুকের মুখে আটক করা হয়।

সর্বশেষ খবর